ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম

ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম
ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম

আসসালামু আলাইকুম, “ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম” পোস্টে স্বাগতম। Eid ul Fitr Namaz. পবিত্র রমজান মাসের সমাপ্তি চিহ্নিত করে মুসলমানদের সবচেয়ে উল্লেখযোগ্য উৎসবগুলোর মধ্যে একটি হল ঈদুল ফিতর। বছর ঘুরে যখন ঈদ আসে তখন আমাদের মধ্যে অনেকেই ঈদের নামাজের নিয়ম ভুলে যাই। তাই এই পোস্টে, ঈদুল ফিতর নামাজের নিয়ত ও নিয়ম তুলে ধরা হলো -

ঈদুল ফিতরের নামাজ সাধারণত ইসলামী ক্যালেন্ডারের দশম মাস শাওয়ালের প্রথম দিনে ভোরে আদায় করা হয়। ঈদুল ফিতর ও ঈদল আযহা নামাজের নিয়ম একই এবং উভয় নামাজের পূর্বে আযান ইকামত দেওয়া হয় না। ঈদুল ফিতর ও ঈদুল আযহা ঈদে অতিরিক্ত ৬ তাকবীরের সাথে ২ রাকাত ওয়াজিব নামায পড়তে হয়। এবার চলুন জেনে নিই ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম বিস্তারিতঃ

ঈদুল ফিতরের নামাজের নিয়ত

ঈদুল ফিতরের নামাজের আরবি নিয়ত বাংলা উচ্চারণ সহ নিচে দেওয়া হয়েছে -

ঈদুল ফিতরের নামাজের আরবি নিয়ত বাংলা উচ্চারণ

নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআ'লা রাকাআতাই ছালাতিল ঈদুল ফিতরি মা'আ ছিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআ'লা ইক্তাদাইতুল বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহ আকবার।

ঈদুল ফিতর নামাজের বাংলায় নিয়তঃ

কিবলামুখী হয়ে দু'রাকায়াত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করার উদ্দেশ্যে এ ইমামের পিছনে নিয়্যত করলাম আল্লাহু আকবার।

ঈদুল ফিতরের নামাজের নিয়মঃ

ঈদের নামাজে অতিরিক্ত ৬ তাকবীরের সাথে ২ রাকাত ওয়াজিব নামায পড়তে হয়।

প্রথম রাকাতঃ ঈমাম সাহেবের সাথে তাকবিরে তাহরিমা ‘আল্লাহু আকবার’ বলে উভয় হাত বাঁধা। তাকবিরে তাহরিমার পর সানা পাঠা পড়া করা।

সানাঃ সাসুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়াতাআলা যাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা

তারপর অতিরিক্ত ৩ তাকবির দেওয়া। প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দেওয়া। তৃতীয় তাকবির দিয়ে উভয় হাত তাকবিরে তাহরিমার মতো বেঁধে নেওয়া। এরপর নিয়মিত নামাজের মতো রুকু ও সেজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করা।

গুরুত্বপূর্ণ - সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ অর্থ

দ্বিতীয় রাকাতঃ বিসমিল্লাহ পড়া সুরা ফাতেহা পড়া ও তার সাথে সুরা মিলানোর পর অতিরিক্ত ৩ তাকবির দেওয়া। প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় হাত উঠিয়ে তা আবার ছেড়ে দেওয়া।

তৃতীয় তাকবির দিয়ে উভয় হাত তাকবিরে তাহরিমার মতো বেঁধে নেওয়া। এরপর রুকুর তাকবির দিয়ে রুকুতে যাওয়া। সেজদা আদায় করা। বৈঠকে বসা; তাশাহহুদ, দরূদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে ঈদুল ফিতরের নামাজ সম্পন্ন করা।

সালাম ফেরানোর পর তাকবির পড়া-

আল্লাহু আকবর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ।

ঈদের দিনের সুন্নাত কাজ সমূহ

  • খুব ভোরে নিদ্রাত্যাগ করা।
  • মিসওয়াক করা।
  • গোসল করা।
  • উত্তম পোশাক পরিধান করা।
  • চোখে সুরমা লাগানো।
  • সুগন্ধী লাগানো।
  • নামাযের পূর্বে ইফতার করে মিষ্টান্নাদি খাওয়া।
  • যত তাড়াতাড়ি সম্ভব নামাযের ময়দানে যাওয়া।
  • ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার সময় তাকবীরে তাশরীক পাঠ করতে করতে যাওয়া।
  • যাওয়ার সময় যে রাস্তায় যাবে, নামায শেষে প্রত্যাবর্তনকালে সে রাস্তায় না এসে অন্য রাস্তায় আসা।
  • নামাযের আগে সদকায়ে ফিতর আদায় করা।

আশা করি, ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম শিখতে পেরেছেন। ঈদুল ফিতর হল মুসলমানদের একত্রিত হয়ে রমজানের শেষে উদযাপন করার সময়। ঈদুল ফিতরের সালাত আদায় করা একটি অপরিহার্য অংশ, এবং মুসলমানদের এটি সঠিকভাবে পালন করার জন্য উপরোক্ত নিয়মগুলি অনুসরণ করতে হবে। উপরোক্ত লেখায় যদি কোন ভুল থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক পেইজে এসে জানিয়ে দিবেন, আমরা সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url