১৫০ টি বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান - AjkerFeeds

১৫০ টি বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান - AjkerFeeds

বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর জানতে ১৫০ টি বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান, Bangladesh niya sadharon gan জানুন।

আসসালামু আলাইকুম, ১৫০ টি বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান পোস্টে আপনাদের স্বাগতম। Bangladesh niya sadharon gan। সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞাসা করা এবং উত্তর দেওয়া জ্ঞানীয় ক্ষমতা। যেমন স্মৃতি স্মরণ, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করতে সাহায্য করতে পারে সাধারণ জ্ঞান।
১৫০ টি বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান
১৫০ টি বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি মানুষকে নতুন তথ্য শিখতে এবং তাদের চারপাশের বিশ্ব সম্পর্কে জানতে শেখায়। শিক্ষার্থী বা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদ্মা সেতু নিয়ে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো দেখুন। বাংলাদেশ নিয়ে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো আপনার জ্ঞানের ক্ষমতা বৃদ্ধি করবে।

এখানে বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান প্রশ্ন দেওয়া হয়েছে। যেগুলো চর্চা করতে পারেন।

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

১। স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট চালু করা হয় কবে?
উত্তরঃ ৪ মার্চ, ১৯৭২ সালে।

২। খাসিয়া উপজাতি বাস করে কোথায়?
উত্তরঃ সিলেটে।

৩। জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি?
উত্তরঃ নোয়াখালী জেলার বেগমগঞ্জ।

৪। জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা কোনটি?
উত্তরঃ থানচি।

৫। ত্রিপুরাদের জাতিসত্ত্বা কতটি গোত্রতে বিভক্ত?
উত্তরঃ ৩৬ টি।

৬। বাংলাদেশে ২য় সংখ্যাগরিষ্ঠ উপজাতি?
উত্তরঃ সাঁওতাল।

৭। বাংলাদেশে উপজাতীয় ভাষার সংখ্যা?
উত্তরঃ ৩২টি।

৮। বাংলাদেশে গারো উপজাতি বাস করে?
উত্তরঃ ময়মনসিংহ, টাঙ্গাইল ও নেত্রকোনায়।

৯। বাংলাদেশে নতুন নোট চালু করার ক্ষমতা আছে একমাত্র?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংকের।

১০। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত তারিখে?
উত্তরঃ ১৯৮৩সালে।

১১। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে।

১২। বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি কি?
উত্তরঃ গভর্নর।

১৩। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কখন?
উত্তরঃ ১৯৯৮ সালে।

১৪। যশোর জেলায় অবস্থিত বিল?
উত্তরঃ ভবদহ।

১৫। জাতীয় পতাকা দিবস কবে?
উত্তরঃ ২ মার্চ।

১৬। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?
উত্তরঃ ১০ জানুয়ারি।

১৭। বাংলাদেশে কৃষি দিবস কবে?
উত্তরঃ পহেলা অগ্রহায়ণ।

১৮। বাংলাদেশে জেলহত্যা সংঘটিত হয় কখন?
উত্তরঃ ১৯৭৫ সালের ৩ নভেম্বর।

১৯। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়
উত্তরঃ ১৪ ডিসেম্বর।

২০। বাংলাদেশের জাতীয় দিবস?
উত্তরঃ ২৬শে মার্চ।

২১। মুজিবনগর দিবস?
উত্তরঃ ১৭ এপ্রিল।

২২। বাংলাদেশে কৃষি ব্যাংক স্থাপিত হয় কবে?
উত্তরঃ ১৯৭৩ সালে।

২৩। বাংলাদেশের বৃহত্তম তফসিলী ব্যাংক কোনটি?
উত্তরঃ সোনালী ব্যাংক।

২৪। প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে কোন ব্যাংক?
উত্তরঃ ব্যাংক এশিয়া।

২৫। প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে?
উত্তরঃ ডাচ-বাংলা ব্যাংক।

২৬। অভিষেক টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল?
উত্তরঃ ভারত।

২৭। রোকেয়া দিবস কবে?
উত্তরঃ ৯ ডিসেম্বর

২৮। সংবিধান দিবস কবে?
উত্তরঃ ৪ নভেম্বর।

২৯। স্বাধীন বাংলাদেশের ঘোষণা পত্র পাঠ করা হয়?
উত্তরঃ ১০ এপ্রিল,১৯৭১।

৩০। কক-বরক ভাষায় কারা কথা বলে?
উত্তরঃ ত্রিপুরা।

Bangladesh niya sadharon gan

৩১। বাংলাদেশে চাকমা উপজাতি বাস করে প্রধানত?
উত্তরঃ রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে।

৩২। বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম?
উত্তরঃ মাওরি।

৩৩। বাংলাদেশে সবচেয়ে বেশি লোক বাস করে?
উত্তরঃ বৃহত্তর ঢাকা জেলায়।

৩৪। বাংলাদেশের কোন উপজাতি মুসলমান?
উত্তরঃ পাঙন।

৩৫। রাজবংশী উপজাতিরা বাস করে?
উত্তরঃ রংপুরে।

৩৬। ঢাকার পূর্ব নাম?
উত্তরঃ জাহাঙ্গীর নগর।

৩৭। বঙ্গবন্ধু জেলে ছিলেন মোট কত দিন?
উত্তর: ৪৬৮২ দিন।

৩৮। বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজারবাগ, ঢাকা।

৩৯। বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৪ সালে।

৪০। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তরঃ রেসকোর্স ময়দানে।

৪১। বাংলার এককালের রাজধানী মহাস্থানগড়ের নাম ছিল?
উত্তরঃ পুণ্ড্রনগর।

৪২। সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন?
উত্তরঃ জাহাঙ্গীরনগর।

৪৩। লালবাগ কেল্লার আদি নাম?
উত্তরঃ আওরঙ্গবাদ দূর্গ।

৪৪। প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের আধিনায়ক ছিলেন?
উত্তরঃ শফিকুল হক হীরা। 

৪৫। প্রথম বাঙালি দাবা গ্র্যান্ড মাস্টার
উত্তরঃ নিয়াজ মুর্শেদ।

৪৬। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
উত্তরঃ পার্বত্য রাঙামাটি।

৪৭। বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে?
উত্তরঃ ফেনী।

৪৮। বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় হয়েছে?
উত্তরঃ বগুড়ায়।

৪৯। রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়?
উত্তরঃ কক্সবাজার জেলায়।

৫০। আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তরঃ ৯০ তম।


৫১। বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে?
উত্তরঃ জান্নাতুল ফেরদৌস।

৫২। কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
উত্তরঃ ১৯৯৭ সালে।

৫৩। বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে?
উত্তরঃ ১৯৯৭সালে।

৫৪। জাতীয় কন্যা শিশু দিবস?
উত্তরঃ ৩০ সেপ্টেম্বর।

৫৫। জাতীয় সংহতি দিবস?
উত্তরঃ ৭ নভেম্বর।

৫৬। জাতীয় কর দিবস?
উত্তরঃ ১৫ সেপ্টেম্বর।

৫৭। শহীদ আসাদ দিবস?
উত্তরঃ ২০ জানুয়ারি।

৫৮। বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী?
উত্তরঃ চাকমা।

৫৯। মারমাদের প্রধান পেশা?
উত্তরঃ জুম চাষ।

৬০। সাঁওতালরা বাস করে?
উত্তরঃ রাজশাহী ও দিনাজপুর জেলায়।

৬১। বরিশালের পূর্ব নাম?
উত্তরঃ চন্দ্রদ্বীপ।

৬২। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।

৬৩। মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ নওয়াব আবদুল লতিফ।

৬৪। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কি.মি.?
উত্তরঃ ৪৭১৯ কি.মি.

৬৫। কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কত সালে?
উত্তরঃ ১৮৪৬ সালে।

৬৬। ময়মনসিংহ জেলার পূর্ব নাম?
উত্তরঃ নাসিরাবাদ।

৬৭। সিলেটের পূর্ব নাম?
উত্তরঃ জালালাবাদ।

৬৮। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
উত্তর: পটুয়াখালী।

৬৯। বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি?
উত্তর: চলন বিল।

৭০। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তরঃ পঞ্চম তফসিলে।

৭১। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
উত্তরঃ ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।

৭২। জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী?
উত্তরঃ সম্মিলিত প্রয়াস।

৭৩। নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে?
উত্তরঃ ৬.১৫ কি.মি।

৭৪। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
উত্তরঃ দক্ষিণ এশিয়া।

৭৫। খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?
উত্তরঃ সিলেট।

৭৬। বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে কিসের বিরুদ্ধে?
উত্তরঃ সন্ত্রাস ও জংগিবাদ।

৭৭। শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়?
উত্তরঃ দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে।

৭৮। উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
উত্তরঃ নাটোর।

৭৯। বরেন্দ্র যাদুঘর কোন জেলায়?
উত্তরঃ রাজশাহী।

৮০। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
উত্তরঃ নাজমুন আরা সুলতানা।

বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান 2023

৮১। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে?
উত্তরঃ বেগম রাজিয়া বানু।

৮২। পদ্মা সেতু কোন দু’টি জেলাকে সংযুক্ত করেছে?
উত্তরঃ মুন্সীগঞ্জ ও শরীয়তপুর।

৮৩। বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ মৌলভীবাজার।

৮৪। রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
উত্তরঃ জাতীয় সংসদের স্পিকার।

৮৫। মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেয়া হয় কয়টি?
উত্তরঃ ৪টি।

৮৬। বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
উত্তরঃ চার্লস উইলকিনস।

৮৭। বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে?
উত্তরঃ ৪ মার্চ, ১৯৭২ সালে।

৮৮। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?
উত্তরঃ গোবিন্দ হালদার।

৮৯। বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?
উত্তরঃ উত্তরাধিকার।

৯০। বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?
উত্তরঃ কুতুবদিয়া।

৯১। বাংলাদেশের প্রথম নিরক্ষরতামুক্ত গ্রাম কোনটি?
উত্তরঃ কচুবাড়ির কৃষ্টপুর, ঠাকুরগাঁও।

৯২। ‘রূপসী বাংলাদেশ’ কোন এলাকাকে ঘোষণা দেয়া হয়েছে?
উত্তরঃ সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।

৯৩। বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন?
উত্তরঃ শিব নারায়ণ দাস।

৯৪। ‘জীবন তরী’ কী?
উত্তরঃ একটি ভাসমান হাসপাতাল।

৯৫। বাংলাদেশ বিমানের প্রতীক কী?
উত্তরঃ উড়ন্ত বলাকা।

৯৬। ‘নজরুল মঞ্চ’ কোথায় অবস্থিত?
উত্তরঃ বাংলা একাডেমী প্রাঙ্গণে।

৯৭। বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি ?
উত্তরঃ ১৯টি।

৯৮। বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চল কে?
উত্তরঃ খুলনা।

৯৯। বাংলাদেশের প্রথম নারী তথ্য কর্মকর্তা কে?
উত্তরঃ কামরুন নাহার।

১০০। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ মহাকাশযানের নাম কি ?
উত্তরঃ ফ্যালকন-৯।


১০১। বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি ?
উত্তরঃ আলিকদম - থানচি।

১০২। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত মাইল ?
উত্তরঃ ৪৪৫ মাইল।

১০৩। BPL শুরু হয় কবে থেকে?
উত্তরঃ ১০ ফেব্রুয়ারি ২০১২।

১০৪। বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন কে?
উত্তরঃ মেজর জেমস রেনেল।

১০৫। বাংলাদেশে VAT চালু করা হয় কবে?
উত্তরঃ ১ জুলাই ১৯৯১ সালে।

১০৬। বাংলাদেশের টাকশাল কোথায় অবস্থিত?
উত্তরঃ গাজীপুর, শিমুলতলী।

১০৭। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
উত্তরঃ সেন্টমার্টিন।

১০৮। বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৭১১ কি. মি.।

১০৯। মিয়ানমার বাংলাদেশের কোনদিকে অবস্থিত?
উত্তরঃ দক্ষিণপূর্ব।

১১০। বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু কোথায় অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার।

১১১। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার ?
উত্তরঃ ৩৭১৫ কিলোমিটার।

১১২। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
উত্তরঃ বান্দরবান।

১১৩। বাংলাদেশর মোট সীমারেখার পরিমাপ কত?
উত্তরঃ ৫১৩৮ কি.মি.।

১১৪। সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত?
উত্তরঃ মেঘালয়।

১১৫। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
উত্তরঃ ৫টি।

১১৬। বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল ?
উত্তরঃ ৫৬,৫০১ বর্গমাইল।

১১৭। বাংলাদেশর মোট সীমারেখার পরিমাপ কত?
উত্তরঃ ৫১৩৮ কি.মি.।

১১৮। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কি.মি. ?
উত্তরঃ ৪৭১৯ কি.মি.।

১১৯। শেওলা স্থলবন্দর কোথায় অবস্থিত?
উত্তরঃ সিলেট।

১২০। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত মাইল ?
উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল।

বাংলাদেশের সাধারণ জ্ঞান প্রশ্ন

১২১। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত কি.মি.?
উত্তরঃ ৭১১ কি.মি.।

১২২। বাংলাদেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তরঃ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।

১২৩। ‘শুভলং’ ঝরণা কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ রাঙামাটি।

১২৪। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
উত্তরঃ ৩০টি।

১২৫। বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
উত্তরঃ হরিপুর।

১২৬। ‘সুলতানার স্বপ্ন’ কার রচনা?
উত্তরঃ বেগম রোকেয়া।

১২৭। লালন ফকিরের জন্মস্থান কোথায়?
উত্তরঃ কুষ্টিয়া।

১২৮। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তরঃ হবিগঞ্জ।

১২৯। বাংলাদেশর মোট সীমানার দৈর্ঘ্য (জল ও স্থলসহ) কত মাইল ?
উত্তরঃ ২৯২৮ মাইল।

১৩০। বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ?
উত্তরঃ হাফিজউদ্দিন মিয়া।

১৩১। বাংলাদেশের মোট আয়তন কত বর্গ কি.মি.?
উত্তরঃ ১,৪৭,৬১০ বর্গ কি.মি.।

১৩২। কর্ণফুলী নদীর উৎপত্তি কোথা থেকে?
উত্তরঃ লুসাই পাহাড়।

১৩৩। বাংলা একাডেমী পুরষ্কার প্রবর্তন করা হয় কত সালে?
উত্তরঃ ১৯৬০ সালে।

১৩৪। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির ভাষ্কর কে?
উত্তরঃ নিতুন কুন্ডু।
১৩৫। রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার লাভ করেন কত সালে?
উত্তরঃ ১৯১৩ সালে।

১৩৬। বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে?
উত্তরঃ ১২০৪ সালে।

১৩৭। নবম ও বর্তমান জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য কতজন?
উত্তরঃ ১৯ জন।

১৩৮। দেশে অনলাইন জিডি (General Diary-GD) এর কার্যক্রম শুরু হয় কবে থেকে?
উত্তরঃ ৫ মার্চ ২০১০।

১৩৯। পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৫-১৯ মার্চ ২০১১ সালে।

১৪০। ছিয়াত্তরের মন্বন্তর ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে কত সালে?
উত্তরঃ ১৭৭০সালে ( বাংলা ১১৭৬ খৃঃ)।

১৪১। দেশের প্রথম নারী ওসির নাম কি?
উত্তরঃ হোসেন আরা বেগম।

১৪২। সেমুতাং গ্যাসফিল্ড কোথায় অবস্থিত?
উত্তরঃ মানিকছড়ি, খাগড়াছড়ি।

১৪৩। জাতীয় কৃষি দিবস কবে?
উত্তরঃ পহেলা অগ্রহায়ন।

১৪৪। সারা দেশে নিবন্ধন কৃত কৃষকের সংখ্যা কত?
উত্তরঃ এক কোটি আশি লাখ।

১৪৫। ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
উত্তরঃ ইসলাম খান।

১৪৬। ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?
উত্তরঃ ১৩টি।

১৪৭। বাংলাদেশে কয়টি ড্রাগ টেষ্টিং ল্যাবরেটরি রয়েছে?
উত্তরঃ ২টি।

১৪৮। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তরঃ জেনারেল আতাউল গণি ওসমানী।

১৪৯। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
উওরঃ সেন্টমার্টিন।

১৫০। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজশাহী।

আরও কিছু গুরুত্বপূর্ণ পোস্ট - 
আশা করি, ১৫০ টি বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন আপনাদের উপকারে আসবে। বাংলাদেশের বৈশ্বিক সমস্যা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও গবেষণা, সাংস্কৃতিক বিনিময় এবং সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বোঝা সহ বিভিন্ন কারণে বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ।
নাম

অনলাইন থেকে আয়,1,আন্তর্জাতিক,15,ইসলামিক,11,ইসলামিক নাম,8,ঈদ,1,খেলাধুলা,2,গুগল এডসেন্স,1,ঘরোয়া উপায়,7,চাকরির ফিডস,3,জিওগ্রাফি,19,টাকার রেট,1,টিপস,8,টেলিকম,4,নামের অর্থ,25,পাসপোর্ট,3,পিকচার,8,প্রযুক্তি,4,ফলের উপকারিতা,9,ফেসবুক,1,ব্যবসা,1,ব্লগিং,1,ভালোবাসা,3,মহিলা স্বাস্থ্য,3,মেহেদি ডিজাইন,1,রিলেশনশিপ,5,রেজাল্ট,4,লাইফস্টাইল,9,শিক্ষা,44,সাধারণ জ্ঞান,21,সিম অফার,4,সোস্যাল মিডিয়া,1,স্বাস্থ্যের ফিডস,28,
ltr
item
AjkerFeeds - প্রযুক্তি, শিক্ষা, নামের অর্থ, স্বাস্থ্য ও সৌন্দর্য: ১৫০ টি বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান - AjkerFeeds
১৫০ টি বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান - AjkerFeeds
বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর জানতে ১৫০ টি বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান, Bangladesh niya sadharon gan জানুন।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWF81MI2eZjtOmB9jumveuNByRvG_K64qRFzM1yeo_OepLRuMV09L78uR6rYbgNtsfbtI6OYOU0p1OJMqMmes_pO_C8swxe0ujFKTiC4lXI8PxRFxCzQ4aefh60NcSrBhgD78li-rLQludaiQuR_GZaeoNqit0hphL9URhTQBw6hfjmwAFIn45wjTw/w640-h390/Bangladesh%20niya%20sadharon%20gan.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWF81MI2eZjtOmB9jumveuNByRvG_K64qRFzM1yeo_OepLRuMV09L78uR6rYbgNtsfbtI6OYOU0p1OJMqMmes_pO_C8swxe0ujFKTiC4lXI8PxRFxCzQ4aefh60NcSrBhgD78li-rLQludaiQuR_GZaeoNqit0hphL9URhTQBw6hfjmwAFIn45wjTw/s72-w640-c-h390/Bangladesh%20niya%20sadharon%20gan.jpg
AjkerFeeds - প্রযুক্তি, শিক্ষা, নামের অর্থ, স্বাস্থ্য ও সৌন্দর্য
https://www.ajkerfeeds.com/2023/02/Bangladesh-niya-sadharon-gan.html
https://www.ajkerfeeds.com/
https://www.ajkerfeeds.com/
https://www.ajkerfeeds.com/2023/02/Bangladesh-niya-sadharon-gan.html
true
2583153642684648402
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content