![]() |
এসএসসি রেজাল্ট ২০২২ মার্কশীট সহ চেক |
শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি রেজাল্ট ২০২২ মার্কশীট সহ চেক পোস্টে তোমাদের স্বাগতম। SSC result check. প্রত্যেকের পরীক্ষা আশা করি অনেক ভালো হয়েছে। যারা এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে চাও তাদের জন্য আজকের পোস্টটি লেখা হয়েছে।
প্রতিবছর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হলেও এবছর বন্যার কারনে পারীক্ষা কিছুদিন দেরীতে আরম্ভ হয়েছে। বাংলাদেশে এবছর এসএসসি পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে এবং পরীক্ষা শেষ হয় ০১ অক্টেবর ২০২২ তারিখে।
পরীক্ষা শেষ হবার পর কবে এসএসসি রেজাল্ট ২০২২ প্রকাশিত হবে তা প্রতিটি শিক্ষার্থীর কমন প্রশ্ন।২০২২ সালের এসএসসি ও তার সমমান পরীক্ষার রেজাল্ট ২৮ তারিখ থেকে ৩০ নভেম্বর এর যেকোনো একদিন প্রকাশিত হবে।
প্রড়ুন - এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
এসএসসি রেজাল্ট । SSC result 2022
বাংলাদেশ এসএসসি রেজাল্ট ২০২২ মার্কশীট সহ চেক করার নিয়ম। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি। পরীক্ষা অনুষ্টিত হয় ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে। মোট শিক্ষার্থীর মধ্যে প্রায় ১৬ লাখ শিক্ষার্থী ছিল শুধুমাত্র সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে। এবছর পাশের হার ৯৩.৫৮%। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।
ক্রঃ নং | এসএসসি পরীক্ষা ২০২২ | তথ্য |
---|---|---|
১ | পরীক্ষার নাম | SSC |
২ | পরীক্ষার বছর | 2022 |
৩ | পরীক্ষা শুরুর তারিখ | 15 September 2022 |
৪ | পরীক্ষার শেষ তারিখ | 01 October 2022 |
৫ | রেজাল্ট প্রকাশের তারিখ | 28/29/30 November 2022 |
৬ | রেজাল্ট দেখার ওয়েবসাইট |
|
এসএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে
এসএসসি রেজাল্ট ২০২২ দিবে ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২২ তারিখে।
সাধারণত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবার ৬০ দিনের মধ্যে ফলাফল বা রেজাল্ট প্রকাশিত হয়ে থাকে। কিন্তু এবছর বন্যার কারণে দেরীতে অনুষ্ঠিত হয়েছে। তোমরা সবাই জানেন যে, ফলাফল কবে প্রকাশিত হবে তা নির্ভর করে শিক্ষা বোর্ডের উপর। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড কোর্ডিনেটর সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার ২১ শে নভেম্বর জানিয়েছেন ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে ২০২২ সালের দাখিল রেজাল্ট ও এসএসসি রেজাল্ট দিবে।
এসএসসি রেজাল্ট ২০২২ চেক ও দেখার নিয়ম
SSC Result 2022 দেখার ২ টি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে অনলাইন পদ্ধতি এবং অপর পদ্ধতিটি হচ্ছে মোবাইল এসএমএস পদ্ধতি। আজকের পোস্টে এসএসসি রেজাল্ট ২০২২ মার্কশীট সহ চেক নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
অনলাইনে এসএসসি রেজাল্ট ২০২২ চেকঃ
অনলাইনে মোবাইল দিয়েও তোমার এসএসসি রেজাল্ট ২০২২ চেক করতে পারবে মার্কশীট সহ। এর জন্য প্রয়োজন হবে ইন্টারনেট কানেকশান যুক্ত একটি এন্ড্রয়েড মোবাইল ফোন বা কম্পিউটার। নিচের ধাপগুলো অনুসরণ করে এস এস সি রেজাল্ট চেক করতে পারবে।
ধাপ ১ঃ সর্বপ্রথম রেজাল্ট দেখার ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd/ প্রবেশ করুন। উপরের চিত্রের মতো একটি পাতা দেখতে পাবে।
ধাপ ২ঃ এবার তোমার পরীক্ষার নাম, বছর, বোর্ড, রেজি নং: সঠিকভাবে দাও।
- Examination: তোমার পরীক্ষার নাম SSC/Dakhil নির্বাচন কর।
- Board: তুমি যে বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহন করেছো সেই বোর্ড নির্বাচন কর।
- Roll: এর বক্সে তোমার রোল নম্বর সঠিকভাবে টাইপ কর।
- Reg: No: এর বক্সে তোমার রেজিস্টশন নাম্বার টাইপ করবে।
- ক্যাপচাঃ তুমি রোবট নাকি মানুষ তা যাচাই করার জন্য একটি ক্যাপচা থাকবে। যোগ, বিয়োগ, গুন অথবা ভাগ সমাধান করে উত্তরটি টাইপ করবে।
ধাপ ৩ঃ সবশেষে Submit বাটনে চাপ দিলেই তোমার এসএসসি রেজাল্ট ২০২২ বের হয়ে আসবে।
এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট চেকঃ
ফলাফল প্রকাশ হওয়ার পর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে অনেক মানুষ একসাথে ব্রাউজ করে। যার ফলে শিক্ষা বোর্ডের সার্ভার ডাউন হয়ে যায়। তাবে অনলাইন পদ্ধতির বিকল্প হিসাবে এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট বের করা যায়।
মোবাইল এসএমএস পদ্ধতি ব্যবহার করে তুমি সবার আগে তোমার এসএসসি রেজাল্ট ২০২২ মার্কশীট সহ চেক করতে পারবে।
SSC <space> বোর্ডের প্রথম ৩ অক্ষার <space> তোমার SSC রোল <space> 2022 । এবার 16222 নম্বরে মেসেজ পাঠিয়ে দাও।
উদাহরণঃ SSC DHA 87824382 । এভাবে লিখে 16222 নাম্বারে সেন্ড কর।
এস এস সি পরীক্ষার রেজাল্ট 2022
উপরের নিয়ম অনুসরন করে সকল শিক্ষা বোর্ডের রেজাল্ট বা ফলাফল চেক করাতে পারবে। তবে তোমরা চাইলে নিজ নিজ শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও এসএসসি রেজাল্ট ২০২২ চেক করবে পারবে।
এসএসসি রেজাল্ট ঢাকা বোর্ডঃ
ঢাকা বোর্ড এর SSC result check করতে উপরের যেকোন ২টি পদ্ধতি থেকে যেকোন একটি অবলম্বন করতে পারবে। এসএসসি রেজাল্ট ঢাকা বোর্ড মার্কশীটসহ পেতে মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> ঢাকা বোর্ড নাম (প্রথম ৩টি অক্ষর ) <স্পেস> রোল নম্বর <স্পেস> 2022 লিখে 16222 নম্বরে ম্যাসেজ পাঠাতে হবে।
উদাঃ SSC<Space>DHA<Space>58934589<Space>2022 send to 16222
এসএসসি পরীক্ষার রেজাল্ট কুমিল্লা বোর্ডঃ
কুমিল্লা বোর্ড এর SSC result check করতে উপরের যেকোন ২টি পদ্ধতি থেকে যেকোন একটি অবলম্বন করতে পারবে। এসএসসি রেজাল্ট ঢাকা বোর্ড মার্কশীটসহ পেতে মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> কুমিল্লা বোর্ড (প্রথম ৩টি অক্ষর ) <স্পেস> রোল নম্বর <স্পেস> 2022 লিখে 16222 নম্বরে ম্যাসেজ পাঠাতে হবে।
উদাঃ SSC<Space>COM<Space>85767857<Space>2022 send to 16222
এসএসসি রেজাল্ট দিনাজপুর বোর্ডঃ
দিনজপুর বোর্ড এর SSC result 2022 করতে উপরের যেকোন ২টি পদ্ধতি থেকে যেকোন একটি অবলম্বন করতে পারবে। এসএসসি রেজাল্ট ঢাকা বোর্ড মার্কশীটসহ পেতে মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> দিনাজপুর বোর্ড নাম (প্রথম ৩টি অক্ষর ) <স্পেস> রোল নম্বর <স্পেস> 2022 লিখে 16222 নম্বরে ম্যাসেজ পাঠাতে হবে।
উদাঃ SSC<Space>DIN<Space>321543245<Space>2022 send to 16222
এসএসসি ফলাফল চট্টগ্রাম বোর্ড
চট্টগ্রাম বোর্ড এর এসএসসি Result মার্কশীটসহ পেতে উপরের যেকোন ২টি পদ্ধতি থেকে যেকোন একটি অবলম্বন করতে পারবে। এসএসসি রেজাল্ট ঢাকা বোর্ড মার্কশীটসহ পেতে মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> চট্টগ্রাম বোর্ড নাম (প্রথম ৩টি অক্ষর ) <স্পেস> রোল নম্বর <স্পেস> 2022 লিখে 16222 নম্বরে ম্যাসেজ পাঠাতে হবে।
উদাঃ SSC<Space>CHI<Space>67674543<Space>2022 send to 16222
এসএসসি রেজাল্ট বরিশাল বোর্ডঃ
বরিশাল বোর্ড এর এসএসসি রেজাল্ট ২০২২ মার্কশীটসহ পেতে উপরের যেকোন ২টি পদ্ধতি থেকে যেকোন একটি অবলম্বন করতে পারবে। এসএসসি রেজাল্ট ঢাকা বোর্ড মার্কশীটসহ পেতে মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> বরিশাল বোর্ড নাম (প্রথম ৩টি অক্ষর ) <স্পেস> রোল নম্বর <স্পেস> 2022 লিখে 16222 নম্বরে ম্যাসেজ পাঠাতে হবে।
উদাঃ SSC<Space>BAR<Space>906356343<Space>2022 send to 16222
২০২২ এসএসসি রেজাল্ট সিলেট বোর্ডঃ
সিলেট বোর্ড এর SSC result check মার্কশীটসহ পেতে উপরের যেকোন ২টি পদ্ধতি থেকে যেকোন একটি অবলম্বন করতে পারবে। এসএসসি রেজাল্ট ঢাকা বোর্ড মার্কশীটসহ পেতে মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> সলেট বোর্ড এর নাম (প্রথম ৩টি অক্ষর ) <স্পেস> রোল নম্বর <স্পেস> 2022 লিখে 16222 নম্বরে ম্যাসেজ পাঠাতে হবে।
উদাঃ SSC<Space>SYL<Space>5676323<Space>2022 send to 16222
SSC রেজাল্ট রাজশাহী বোর্ডঃ
রাজশাহী বোর্ড এর SSC result check 2022 মার্কশীটসহ পেতে উপরের যেকোন ২টি পদ্ধতি থেকে যেকোন একটি অবলম্বন করতে পারবে। এসএসসি রেজাল্ট ঢাকা বোর্ড মার্কশীটসহ পেতে মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> রাজশাহী বোর্ড নাম (প্রথম ৩টি অক্ষর ) <স্পেস> রোল নম্বর <স্পেস> 2022 লিখে 16222 নম্বরে ম্যাসেজ পাঠাতে হবে।
উদাঃ SSC<Space>RAJ<Space>786587<Space>2022 send to 16222
এসএসসি রেজাল্ট ২০২২ যশোর বোর্ডঃ
যশোর বোর্ড এর মার্কশীটসহ এসএসসি রেজাল্ট ২০২২ পেতে উপরের যেকোন ২টি পদ্ধতি থেকে যেকোন একটি অবলম্বন করতে পারবে। এসএসসি রেজাল্ট ঢাকা বোর্ড মার্কশীটসহ পেতে মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> যশোর বোর্ড নাম (প্রথম ৩টি অক্ষর ) <স্পেস> রোল নম্বর <স্পেস> 2022 লিখে 16222 নম্বরে ম্যাসেজ পাঠাতে হবে।
উদাঃ SSC<Space>JES<Space>2345134<Space>2022 send to 16222
এস এস সি রেজাল্ট ময়মনসিংহ বোর্ডঃ
ময়মনসিংহ বোর্ড এর SSC result 2022 মার্কশীটসহ পেতে উপরের যেকোন ২টি পদ্ধতি থেকে যেকোন একটি অবলম্বন করতে পারবে। এসএসসি রেজাল্ট ঢাকা বোর্ড মার্কশীটসহ পেতে মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> ময়মনসিংহ বোর্ড নাম (প্রথম ৩টি অক্ষর ) <স্পেস> রোল নম্বর <স্পেস> 2022 লিখে 16222 নম্বরে ম্যাসেজ পাঠাতে হবে।
উদাঃ SSC<Space>MYS<Space>898975<Space>2022 send to 16222
আরও কিছু শিক্ষামূলক পোস্ট -
আমরা আশা করছি, এসএসসি রেজাল্ট ২০২২ মার্কশীট সহ চেক (SSC result check 2022) পোস্টটি পড়ে তোমার এসএসসি রেজাল্ট ২০২২ চেক করতে পেরেছো। যদি তোমার রেজাল্ট বের করতে না পারো তাহলে আমাদের ফেসবুক পেইজে গিয়ে তোমার রোল ও বোর্ডের নাম দিয়ে মেসেজ করো। আমরা তোমার রেজাল্ট মার্কশীটসহ বের করে দিব।