আবেদন পত্র লেখার নিয়ম বাংলা
আবেদন পত্র লেখার নিয়ম বাংলা
আসসালামু আলাইকুম, আবেদন পত্র লেখার নিয়ম বাংলা পোস্টে আপনাদের স্বাগতম। ছাত্রজীবন থেকে চাকরির জীবনের সকল ক্ষেত্রে আবেদন পত্র ব্যবহার হয়ে আসছে। আপনি যদি abedon potro lekhar niyom জানতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য। 

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আবেদন পত্র লিখতে জানেন না। আবেদন পত্র লেখার সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। সঠিকভাবে আবেদন পত্র না লিখলে তা গ্রহনযোগ্য হয় না। তাই আপনাদের জন্য দরখাস্ত বা আবেদন প্রত্র লেখার নিয়ম বাংলা শেয়ার করবো।

ক্ষেত্র বিশেষে বিভিন্ন ধরনের আবেদন পত্র লেখার প্রয়োজন হয়। হাতে বা কম্পিউটারে লেখার জন্য আলাদা আলাদা ফরমেট ও নিয়মের প্রয়োজন হয়। কেউ আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র লিখছেন, কেউ চাকরির আবেদন পত্র লিখছেন আবার কেউ ছুটির আবেদন পত্র লিখছেন। আজকের পোস্টে দরখাস্ত আবেদন পত্র নমুনা নহ নিয়ম আপনাদেরকে শেখাব।

এই পোস্টে যা যা থাকবেঃ

আবেদন পত্র লেখার নিয়ম

আমরা আগেই বলেছি, ক্ষেত্র বিশেষে আবেদন পত্র লেখার নিয়ম বিভিন্ন ধরনের হয়। আমরা এখানে কিছু আবেদন পত্র নমুনা শেয়ার করবো। যেগুলো অনুসরন করে আপনার প্রয়োজনে আবেদন পত্র লিখতে পারবেন।

আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

তারিখ -
বরাবর,
জেলা প্রশাসক
কেন্দুয়া, নেত্রকোণা
বিষয়: বন্যার্তদের জন্য সাহায্যের আবেদন

জনাব,
আমরা নেত্রকোণা জেলাস্থ কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের অধিবাসী। এবারের বন্যার কারণে গগডা গ্রামে যে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে তা বর্ণনা করার মত না। এবারের বন্যা কেন্দুয়া উপজেলায় শুধু নয়, বাংলাদেশের স্মরণকালেরর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা। গত কয়েকদিনের অতিবৃষ্টি ও উজানের পানির প্রবাহে গ্রামের কাঁচা ঘরবাড়ি, মাঠ ভরা পাকা ফসল, গবাদি পশু সবকিছু ভেসে গেছে। এর ফলে এলাকার মানুষ খুবই কষ্টে দিন কাটাচ্ছে। বাসস্থানের অভাবে হাজার হাজার লোক খোলা আকাশের নিচে দিন যাপন করছে। বন্যার ফলে নিরাপদ পানীয় জলের দারুণ সংকট দেখা দিয়েছে। মানুষ খাদ্যভাবে অখাদ্য-কুখাদ্য খেয়ে ডায়রিয়া, আমাশয়সহ নানা প্রকার পেটের পীড়ায় আক্রান্ত হয়ে পড়েছে। বানভাসী মানুষের এ দুর্দিনে কোনরূপ আর্থিক অনুদান এখনো এলাকায় পৌছেনি।


অতএব, জনাবের নিকট আকুল প্রার্থনা, সরেজমিনে তদন্ত করে অত্র অঞ্চলের জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করে দিলে আপনার সুমর্জি হয়।

নিবেদক
শফিকুল ইসলাম শফীক
মোজাফরপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে।

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

চাকরি ক্ষেত্রে যদি নিজের নিয়ে গুছিয়ে না লিখতে পারেন তাবে কোনো চাকরিদাতা আপনাকে চাকরি দেওয়ার জন্য আহবান করবে না। তাই আবেদন পত্র এমন ভাবে লিখতে হবে যেভাবে একজন উকিল তার মকদ্দমা তৈরি করে। তাহলে সম্ভব চাকরিদাতা আপনার দক্ষতার এবং যোগ্যতা সম্পর্কে জানতে পারবে। আবেদন পত্র সাথে একটি সংক্ষিপ্ত কারণ যোগ করবেন, যাতে বলা থাকবে আমি কেন এই চাকরির জন্য আবেদন করেছি। যদি রেফারেন্স দিতে হয় তবে আগের অফিসের মালিক বা শিক্ষকের নাম দেওয়া শ্রেয়। 

চাকরির আবেদন পত্রের নমুনা ১ঃ

তারিখাঃ -
বরাবর 
ব্যবস্থাপক প্রশাসক, 
বিমান বাংলাদেশ এয়ার লাইনস, বলাকা ভবন
কুর্মিটোলা, ঢাকা।

বিষয়ঃ দৈনিক ভিত্তিতে ট্রাফিক হেলপার পদের জন্য আবেদন। 

মহোদয়, 
সবিনয় নিবেদন এই যে, আমি বিশ্বস্তসূত্রে জানিতে পারিলাম যে, আপনার অফিসে “ট্রাফিক হেলপার” পদে লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসাবে মহোদয় সমীপে আমার আবেদনপত্র পেশ করিতেছি। নিম্নে আমার যাবতীয় বিবরণ প্রদত্ত হইলঃ

১। নামঃ মোঃ হৃদয় তালুকদার
২। পিতার নামঃ আতিবুর রহমান।
৩। মাতার নামঃ সোমা অক্তার।
৪। জন্ম তারিখঃ ০১ জানুয়ারি ২০০০
৫। স্থায়ী ঠিকানাঃ গ্রামঃ গগডা, পোঃ মোজাফরপুর।
                             থানাঃ কেন্দুয়া, নেত্রকোণা
৬। বর্তমান ঠিকানাঃ ৩০/৬, পল্লিবিদ্যুত ডাকঃ আশুলিয়া, থানাঃ সাভার, জেলাঃ ঢাকা। 
৭। জাতীয়তাঃ বাংলাদেশী (জন্ম সূত্রে)
৮। ধর্মঃ ইসলাম।
৯।  শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাশ।

অতএব, জনাবের নিকট প্রার্থনা এই যে, উক্ত পদে আমাকে নিয়োগ করিলে আমি আপনার সন্তুষ্টি বিধানে আপ্রাণ চেষ্টা করিব।

নিবেদক
মোঃ হৃদয় তালিকদার।
- সক্ষর

চাকরির আবেদনের নমুনা ২ঃ

তারিখঃ ০৫-০৩ - ২০২. ইং 
বরাবর,
নির্বাহী পরিচালক 
পূবালী ব্যাংক বাংলাদেশ
পূবালী ব্যাংক, নেত্রকোণা।
বিষয়ঃ “ম্যানেজার” পদে নিয়োগের জন্য আবেদন। 

জনাব, 
যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ০১/০২/২০২ ইং তারিখের ‘‘আজকের ফিডস’’ পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার অধীনে “ম্যানেজার” পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন অগ্রহী প্রার্থী হিসাবে আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যাবতীয় তথ্যাদি আপনার সদয় বিবেচনার জন্য নিচে পেশ করিলাম।

১। প্রাথীর নামঃ সৌরভ মাহবুব।
২। পিতার নামঃ
৩। মাতার নাম
৪। স্থায়ী ঠিকানাঃ গ্রাম- কয়ারপুর, ডাকঘর- নান্দাইল,
                              উপজেলা- ময়মনসিংহ, জেলাঃ --
৫। বর্তমান ঠিকানাঃ গ্রাম- মহপুর, ডাকঘর- মোজাফরপুর। 
                                  উপজেলা- বাইপাইল, জেলাঃ ---
৬। জন্ম তারিখঃ ১২-১২-১৯৯৩ইং।
৭। বয়সঃ ২৫ বছর ০৭ মাস ১৩ দিন (১৯/০৯/২০২ .ইং) অনুযায়ী
৮। ধর্মঃ ইসলাম 
৯। জাতীয়তাঃ বাংলাদেশী 
১০। বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত 
১১। মোবাইল নংঃ 
১২। শিাগত যোগ্যতাঃ

অতএব, মহোদয়ের সমীপে আকুল আবেদন এই যে, উপরোক্ত তথ্যাদি বিবেচনা করে আমাকে উক্ত পদে নিয়োগ করা হলে অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্ট থাকিব।

নিবেদক
..........................
(সৌরভ মাহবুব)

সংযুক্তিঃ
১। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ (তিন) কপি রঙ্গিন ছবি। 
২। শিক্ষগত সকল যোগ্যতার সনদপত্রের ফটোকপি।
৩। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

২৮ জানুয়ারি ২০২৩

বরাবর,
প্রধান শিক্ষক,
কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চা বিদ্যালয়
কেন্দুয়া, নেত্রকোণা।

বিষয়: অসুস্থতার জন্য ৩ দিনের ছুটির আবেদন।

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির নিয়মিত ও বাধ্যগত একজন ছাত্র। আমি কিছুদিন যাবত অনেক জ্বরে ভুগছি। তারই প্রেক্ষিতে শনিবারে আমার বাবা আমাকে একজন মেডিসিন ডাক্তারের নিকট নিয়ে যায়। তিনি আমরা শরীর পরীক্ষা নিরেক্ষা করে উপদেশ দিয়েছেন যে, আমাকে ৩ দিন বিশ্রামে থাকতে হবে। আমাকে আজ হতে পরবর্তী ৩ দিনের ছুটি দিয়ে বাধিত করিবেন। এতে করে আমার বিশ্রাম নিতে অনেক সুবিধা হবে।

অতএব জনাবের নিকট আমার বিনীত অনুরোধ যে, উপরোক্ত ঘটনা বিবেচনা করে আমাকে পরবর্তী ৪দিনের জন্য ছুটি দিয়ে বাধিত করিবেন। যদি আপনি উক্ত দিনগুলোর জন্য ছুটি হিসেবে গণ্য করেন, তাহলে আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকিব।

নিবেদক
মোঃ পাবেল মিয়া
দশম শ্রেণি, রোল নং- ০৫

আরও কিছু দরকারি পোস্ট -
আপনাদের সুবিধার জন্য আমারা চাকরির জন্য আবেদন পত্র, দরখাস্ত, শিক্ষা বৃত্তির জন্য আবেদন পত্র, শিক্ষক পদে চাকরির আবেদন পত্র, উপবৃত্তির জন্য ও সেশন ফি মওকুফের জন্য এরকম ২০ টি আবেদন পত্রের নমুনার ওয়ার্ড ডকুমেন্ট ও pdf নিচে অপলোড করবো। যেগুলো নিজের মতো এডিট করে কম্পিউটার ব্যবসা বা নিজের কাজে ব্যবহার করতে পারবেন।
২০ টি দরখাস্ত ও আবেদন পত্রের নমুনা - ডাউনলোড
আশা করি, আবেদন পত্র লেখার নিয়ম বাংলা (abedon potro lekhar niyom) পোস্ট থেকে চাকরি বা অন্যান্য দরখাস্ত লেখার নিয়ম জানতে পেরেছেন।
নবীনতর পূর্বতন