বাংলা ব্লগে গুগল এডসেন্স এর সেরা বিকল্প পোস্টে আপনাদের স্বাগতম। Google AdSense Alternative । আপনার কি একটি বাংলা ব্লগ সাইট আছে এবং সেই সাইটে গুগল এডসেন্স এর বিকল্প ব্যবহার করতে চান? আপনি যদি Bangla Blog সাইটের জন্য গুগল এডসেন্স এর সেরা বিকল্প খুজে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য।

বাংলা ব্লগে গুগল এডসেন্স এর সেরা বিকল্প
বাংলা ব্লগে গুগল এডসেন্স এর সেরা বিকল্প

আমরা জানি, কোন ব্লগ সাইট হতে আয় করার সবচেয়ে সেরা উপায় হলো বিজ্ঞাপন বা এড থেকে। বর্তমানে গুগল এডসেন্স হলো জনপ্রিয় বিজ্ঞাপন নেটওয়ার্ক। কিন্তু গুগল এডসেন্স এর অনুমোদন অনেক বিষয়ের উপর বিবেচনা করে দেওয়া হয়ে থাকে। তাই বেশ কিছু ব্লগ সাইট বাদ পরে যায় গুগল এডসেন্স এর অনুমোদন হতে। আপনার ব্লগ সাইটটি Google Adsense এর অনুমোদন না পেয়ে থাকলে এর বিকল্প পদ্ধতি ব্যবহার করেও এডসেন্স এর সমান আর্নিং করতে পারেন। বিস্তারিত পোস্টটি পড়ে জানতে পারবেন গুগল এডসেন্স এর বিকল্প সম্পর্কে।

বাংলা সাইটের জন্য গুগল এডসেন্স এর বিকল্প

আজকের পোস্টে বাংলা ব্লগের জন্য গুগল এডসেন্স এর বিকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করবো। গুগল এডসেন্স এর সাথে তুলনা করে দেখাব কোন এড নেটওয়ার্ক সাইটটি আপনার জন্য সেরা হবে। যদি আপনার ব্লগ সাইট থেকে গুগল এডসেন্স এর পাশাপাশি অন্য এড নেটওয়ার্ক ব্যবহার করে বেশি ইনকাম করতে চান তাহলে কোন সাইটি বেস্ট হবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত পোস্টে চলে যাই।

গুগল এডসেন্স এর সেরা বিকল্প কোনটি?

আপনি যদি আমাকে প্রশ্ন করেন বাংলা ব্লগ সাইটের জন্য সেরা এডসেন্স এর বিকল্প কোনটি? তাহলে আমি বলব A-ads। কারন এটি সেরা হওয়ার অনেক ভালো দিক রয়েছে। তাহলে প্রশ্ন উঠতে পারে, এই এড নেটওয়ার্ক থেকে কি এডসেন্স এর সমান টাকা আয় করতে পারবেন কিনা। হ্যা, অবশ্যই আপনার বাংলা ব্লগ সাইট থেকে গুগল এডসেন্স এর সমান টাকা আয় করতে পারবেন।

গুগল এডসেন্স এর সেরা বিকল্প সাইটে - রেজিস্টেশন করুন।

গুগল এডসেন্স ও A-ads এর তুলনা:

A-adsGoogle adSense
A-ads হলো CPC এবং CPM এড নেটওয়ার্ক এটি শুধুমাত্র CPC এড নেটওয়ার্ক
এটি ব্যবহারে ওয়েবসাইট লোডিং এ কোন ইফেক্ট পরবে নাএটি ব্যবহারেও ওয়েপসাইট লোডিং এ কোন সমস্যা হয় না।
সম্পূর্ন নিরাপদ বিজ্ঞাপন দাতাএটিও সম্পূর্ন নিরাপদ বিজ্ঞাপন দাতা
এটি প্রতিদিন পেমেন্ট করে থাকে।এটি Monthly পেমেন্ট করে থাকে।
পেমেন্ট তোলার জন্য নির্বনিন্ম কোন এমাউন্ট নেইমিনিমাম পেমেন্ট ১০০ ডলার হলে তুলা যায়।
এটি ক্রিপ্টো এড নেটওয়ার্কএটি সাধারন এড নেটওয়ার্ক
A-ads থেকে অনুমোদনের প্রয়োজন হয় না।Google adSense থেকে ওয়েবসাইট অনুমোদনের প্রয়োজন হয়।

গুগল এডসেন্স এর পাশাপাশি A-ads এড নেটওয়ার্ক ব্যবহার করে আপনার আর্নিং বাড়াতে পারেন।

কেন A-ads বিটকয়েন এড নেটওয়ার্ক সেরা হবে?

  • A-ads এড নেটওয়ার্ক সম্পূর্ন নিরাপদ বিজ্ঞাপন দাতা। এরা শুধু ব্যানার এড দিয়ে থাকে। অনেক এডসেন্স এর বিকল্প আছে যেগুলো Pop-ups, Pop Under, Push-ups বিজ্ঞাপন দিয়ে থাকে। যার ফলে ব্লগ সাইটের Bounce Rate বেড়ে যায় এবং গুগলে রেঙ্ক করাতে অনেক সমস্যা হয়। A-ads কোন Pop-ups, Pop Under, Push-up এড নেই। তাই এটি সম্পূর্ন নিরাপদ।
  • যেহেতু এটি CPM এড নেটওয়ার্ক সেহেতু এতে ইম্প্রেশন থেকেই তারা অর্থ প্রদান করে থাকে। তাই এটি নিরসন্দেহে অনেক ভালো একটি এড নেটওয়ার্ক। একটি সাইটে একটি ব্যানার এড প্লেইস করলেই এটি থেকে ভালো আর্ন করা যায়। সুতরাং ওয়েবসাইটের লোডিং স্প্রিড এ কোন ইফেক্ট পরে না।
  • কোন ওয়েপাসইটে বিজ্ঞাপন বসানোর আগে কোন অনুমোদনের প্রয়োজন পরে না।
  • সর্বনিম্ম পেমেন্ট ১ সাতোশি হলেই বিটকয়েন এর মাধ্যমে উইথড্রো দেওয়া যায়।

A-ads পেমেন্ট প্রুফঃ

A-ads পেমেন্ট প্রুফ
বর্তমানে A-ads হলো একটি সেরা গুগল এডসেন্স এর বিকল্প (Adsesne Alternative Site)। আপনি যদি ব্লগ সাইটে বিজ্ঞাপন বসিয়ে টাকা Income করতে চান তাহলে এটি হবে সেরা এড নেটওয়ার্ক।

A-ads থেকে পেমেন্ট বিটকয়েনে নেওয়া যায়, যা বাংলাদেশ থেকে অনেক সহজ। কেননা, বাংলাদেশ থেকে বিটকয়েন নেওয়া যায় কয়েনবেস ওয়ালেট এ। তারপর কয়েনবেস থেকে যেকোন সময়ে বিকাশ, নগদ বা রকেটে টাকায় নেওয়া যায়। 

আমার মতে বাংলা ব্লগে গুগল এডসেন্স এর সেরা বিকল্প A-ads। প্রচুর ব্লগার আছে যারা A-ads এবং Google adsense একসাথে বসিয়ে ভালো টাকা ইনকাম করছে। 
নবীনতর পূর্বতন