এইচএসসি রেজাল্ট ২০২৪: আসসালামু আলাইকুম, এইচ এস সি রেজাল্ট সকল শিক্ষাবোর্ড । HSC result 2024 পোস্টে আপনাদের স্বাগতম। আশা করি, আপনাদের এইচএসসি পরীক্ষা আল্লাহর রহমতে ভালো হয়েছে এবং কবে ফলাফল প্রকাশ করা হবে তা নিয়ে চিন্তিত। এইচএসসি পরীক্ষা শুরু হয় ০৬ নভেম্বর তারিখে এবং শেষ হয় ১৫ ডিসেম্বর ২০২৪। 
এইচ এস সি রেজাল্ট সকল শিক্ষাবোর্ড
এইচ এস সি রেজাল্ট সকল শিক্ষাবোর্ড

এইচ এস সি রেজাল্ট ২০২৪ মার্কসীটসহ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে শিক্ষা বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইট educationboardresults.gov.bd প্রকাশ করবে। মোবাইল এসএমএস বা ওয়েবসাইট হতে HSC result 2024 চেক করতে পারবেন। 

এইচ এস সি রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কিভাবে বের করবেন, এইচএসসি রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং এইচ এস সি রেজাল্ট দেখার নিয়ম নিয়ে আজকের বিস্তারিত পোষ্টটি সাজানো হয়েছে। 

এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪

গতবছর এইচএসসি পরীক্ষা ভয়াবহ করোনা পরিস্তিতির জন্য যথাসময়ে পরীক্ষা নেওয়া যায় নি। এ কারনে শিক্ষা বোর্ড একাধিক বৈঠক করার পর এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করে। এইচ এস সি রেজাল্ট সকল শিক্ষাবোর্ড 2024 ।

মার্কশীট সহ রেজাল্ট hsc বের করার সহজ ২টি পদ্ধতি রয়েছে। একটি হলো ওয়েববেস রেজাল্ট এবং অপরটি মোবাইল এসএমএস পদ্ধতি। এই পোস্টে ‍দুটি পদ্ধতি নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে জেনে নেই এইচএসসি রেজাল্ট কবে প্রকাশিত হবে। 

এইচ এস সি রেজাল্ট 2024 কবে প্রকাশিত হবে:

পরীক্ষা শেষ হবার পর রেজল্ট কবে দিবে এটা পত্যেক শিক্ষার্থীদের কমন প্রশ্ন। যেহেতু এবছর অনেক দেরিতে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে সেজন্য খুব শিঘ্রই রেজাল্ট প্রকাশিত করা হবে। প্রতি বছরের মতো এবারও শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করবে। 

এইচএসসি রেজাল্ট ২০২৪ প্রকাশের তারিখ - ০৮ ফ্রেব্রুয়ারি ২০২৪

এইচ এস সি রেজাল্ট বের করার নিয়ম:

নাম্বারসহ এইচএসসি রেজাল্ট অনেক সহজেই ঘরে বসে বের করা যাবে। রেজাল্ট বের করার ৪ টি পদ্ধতি রয়েছে।
  1. সরকারী ওয়েবসাইট। 
  2. বিকল্প ওয়েবসাইট। 
  3. এন্ড্রয়েড এপ। 
  4. মোবাইল এসএমএস। 
রেজাল্ট বের করার এই ৪টি পদ্ধতির মধ্যে ওয়েবসাইট এবং মোবাইল এসএমএস এর মাধ্যমে সহজে রেজাল্ট বের করার যায়। 

ওয়েবসাইট থেকে এইচ এস সি রেজাল্ট বের করার নিয়ম:

ওয়েবসাইট থেকে এইচ এস সি রেজাল্ট বের করতে হলে প্রয়োজন হবে একটি ইন্টারনেট কানেকশানযুক্ত এন্ড্রয়েড মোবাইল বা কম্পিউটার। নিচের ধাপ গুলো অনুসরন করুন -

ধাপ-১ঃ শিক্ষা বোর্ডর ওয়েবসাইট http://educationboardresults.gov.bd/ ব্রাউজ করুন। নিচের চিত্রের মতো একটি পাতা প্রদর্শিত হবে। 
রেজাল্ট বের করার নিয়ম
রেজাল্ট বের করার নিয়ম

ধাপঃ সঠিকভাবে তথ্যগুলো দিন:
  • Examination: HSC/Alim/Equivalent নির্বাচন করুন। 
  • Year: পরীক্ষার বছর নির্বাচন করুন। 
  • Board: বোর্ড নির্বাচন করুন। 
  • Roll: রোল টাইপ করুন। 
  • Reg: No: রেজিস্টেশন নম্বর টাইপ করুন। 
  • ক্যাপচা: সঠিকভাবে ক্যাপচা পুরন করুন। 
ধাপঃ Submit বাটনে ক্লিক করলে কিছুক্ষন লোড নেওয়ার পর আপনার রেজাল্ট বের হয়ে যাবে।

এইচ এস সি রেজাল্ট বের করার SMS পদ্ধতি:

মোবাইলের মাধ্যমে এইচ এস সি রেজাল্ট বের করার একটি সহজ বিকল্প পদ্ধতি আছে। এর মাধ্যমে মার্কশীটসহ রেজাল্ট বের করতে পারবেন। 

HSC স্পেস DHA স্পেস Roll স্পেস 2021 লিখে সেন্ড করুন ১৬২২২ নাম্বারে।

উদাঃ HSC DHA 438938493 2021 টাইপ করে পাঠিয়ে দিন 16222 নাম্বারে।


এইচ এস সি রেজাল্ট সকল শিক্ষাবোর্ড । HSC result 2024 । এইচএসসি রেজাল্ট ২০২৪ মার্কশীটসহ বের করতে না পারলে  আপনার রোল এবং বোর্ড লিখে কমেন্ট করুন।
নবীনতর পূর্বতন