রবি মিনিট চেক কোড | robi minute check 2023

প্রিয় রিডার, রবি মিনিট চেক কোড | robi minute check 2023 পোস্টে আপনাদের স্বাগতম। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। আপনি কি রবি মিনিট চেক ২০২৩ জানতে এখানে এসেছেন? এই পোস্টে রবি মিনিট চেক কোড আপনাদের সাথে শেয়ার করবো।
রবি মিনিট চেক কোড | robi minute check
রবি মিনিট চেক কোড

রবি হচ্ছে বাংলাদেশের ২য় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান। রবিতে আজিয়াটার ৬১.৮২% অংশীদার, ভারতী এন্টারপ্রাইজ অফ ইন্ডিয়া ভারতী এয়ারটেলের ২৮.১৮% অংশীদারীত্ব রয়েছে। আর বাকী ১০% অংশীদারত্বের মালিক DSE ও CSE এর মাধ্যমে রবিতে বিনিয়োগকারীরা। রবি মোবাইল নেটওয়ার্কের আওতায় রবি ও এয়ারটেল এই ২টি নামে টেলিযোগাযোগ পরিসেবা প্রদান করছে।

আমাদের মধ্যে অনেকেই রবি সিমের মিনিট দেখার কোড জানি না। যদি কখনও আপনার রবি সিমের নাম্বারটি ভুলে গিয়েছেন তাহলে ফেক্সিলোড করতে বা কেউ আপনার নাম্বারটি চাইলে তখন সমস্যায় পড়ে যান। তাহলে জেনে নেওয়া যাক রবি মিনিট চেক কোড। 

রবি মিনিট চেক

আপনার রবি মিনিট চেক করতে হলে একটি ইউএসএসডি কোড ডায়াল করতে হয়। রবি মোবাইল নেটওয়ার্ক কম্পানী তাদের সকল গ্রাহকে নাম্বার বের করার জন্য একটি ইউএসএসডি কোড দিয়েছে। সেই ইউএসএসডি কোডটি ডায়াল কারার পরে আপনার সিমে কত মিনিট আছে তা প্রদর্শিত হবে। আপনি যদি রবি মিনিট চেক কোড না জানেন তাহলে এখনি জেনে নিন -

রবি মিনিট চেক কোড - *222*2# অথবা *222*9#

সকল Robi সিমের জন্যই এই ইউএসএসডি কোডটি প্রযোজ্য। রবি মিনিট চেক করার কোড ডায়াল করলেই আপনার রবি সিমে কত মিনিট আছে তা প্রদর্শিত হবে। এই মিনিট কোড ডায়াল করে জানতে পারবেন কত মিনিট আছে, কত মিনিট ব্যয় হয়েছে এবং মিনিটের মেয়াদকাল কতদিন।

রবি মিনিট চেক ২০২৩ কোডঃ

রবি মিনিট চেক কোড হলো *222*2# বা *222*9#

আপনার রবি সিমে কত মিনিট আছে এবং তার মেয়াদ কতদিন তা জানতে *২২২*২# অথবা *২২২*৯# ইউএসএসডি কোডটি ডায়াল করতে হয়।

রবি মিনিট দেখার নিয়ম ২০২৩

যদি আপনি রবি সিমের মিনিট দেখার নিয়ম না জানেন তাহলে নিচের ধাপগুলো অনুসরন করুন। 
  • প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে চলে যান।
  • *222*2# বা *222*9# ডায়াল করে Call বাটনে চাপ দেন।
  • ২-৪ সেকেন্ড অপেক্ষা করার পর আপনার সিমে কত মিনিট আছে তা প্রদর্শিত হবে।

আশা করি, রবি মিনিট চেক কোড | robi minute check 2023 পোস্টটি আপনাদের ভালো লেগেছে। আমাদের মনে হয় এখন আপনার মিনিট চেক করতে কোন অসুবিধা হবে না। রবি মিনিট দেখার কোড । রবিতে কিভাবে মিনিট দেখতে হয় । রবি মিনিট চেক । রবি সিমে মিনিট দেখার উপায়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url