পাসপোর্ট চেক করার নিয়ম । passport check 2024 পোষ্টে আপনাদের স্বাগতম। আপনি নিশ্চই পাসপোর্ট হয়েছে কিনা তা চেক করতে চাচ্ছেন। তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসছেন। এই পোষ্টে আমরা পাসপোর্ট চেক করার সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

পাসপোর্ট চেক করার নিয়ম । passport check
পাসপোর্ট চেক করার নিয়ম

আমরা এখন ঘরে বসেই পাসপোর্ট এর বিস্তারিত তথ্য খুব সহজে অনলাইনে চেক করতে পারি। এখন পাসপোর্ট চেক করার জন্য পাসপোর্ট অফিসে যাওয়ার কোন প্রয়োজন পরে না। বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট (এম আর পি) এর পরিবর্তে ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে। যার ফলে খুব সহজেই ঘরে বসে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করা যাচ্ছে। এমনকি যারা ইন্টারনেটে কিছুটা পারদর্শি তারা মোবাইল দিয়েও পাসপোর্টের জন্য আবেদন করে নিতে পারছে। 

পাসপোর্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত কিভাবে জানবেন আপনার পাসপোর্টটি কোন ধাপে আছে? পাসপোর্ট এপ্রুভ হয়েছে কিনা, পুলিশ ভেরিফিকেশন হয়েছে কিনা, আপনার পাসপোর্টটি কোথায় আছে এবং কবে হাতে পাবেন তা জনতে অনলাইনে একটি সিস্টেম রয়েছে। আজকের পোষ্টে পাসপোর্ট চেক করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

ই পাসপোর্ট চেক করার নিয়ম

আপনি যদি ২০২৪ সালে পাসপোর্ট করে থাকেন তাহলে সেটা হবে ই পাসপোর্ট। আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা জনার জন্য বা পাসপোর্ট হয়েছে কিনা অর্থাৎ পাসপোর্ট চেকিং করতে একটি মোবাইল ফোন এবং তার সাথে ইন্টারনেট কানেকশানের প্রয়োজন হবে। প্রথমে আপনার মোবাইল ফোন বা ল্যাপটপ ইন্টারনেট কানেকশান দিয়ে দিবেন। তারপর নিচের ধাপগুলো অবলম্বন করে আপনার পাসপোর্ট যাচাই করুন।

ই পাসপোর্ট চেক করতে যা যা লাগবে-
  • Application ID অথবা Online Registration ID।
  • জন্ম তারিখ।

ই পাসপোর্ট চেক কারার নিয়ম ২০২৪

ধাপ-১ঃ আপনার কম্পিউটার বা মোবাইল ফোন থেকে একটি ব্রাউজারে চলে যাবেন। তারপর https://www.epassport.gov.bd/authorization/application-status এই লিংকটি ব্রাউজ করুন। নিচের চিত্রের মতো একটি পাতা প্রদর্শিত হবে। 
ই পাসপোর্ট চেক করার নিয়ম
ই পাসপোর্ট চেক করার নিয়ম
ধাপ-২ঃ আপনার Online Registration ID অথবা Application ID বসান। (ডেলিবারি স্লিপ এর বাম পাশে যে কোডটি থাকে সেটিই হচ্ছে Application ID)

ধাপ-৩ঃ Select date of birth এর জায়গায় আপনার সঠিক জন্ম তারিখ বসাবেন।

ধাপ-৪ঃ ক্যাপচা যাচাই করে Check বাটনে ক্লিক করলেই পদর্শিত হবে আপনার পাসপোর্ট স্ট্যাটাস।

SMS দিয়ে ই পাসপোর্টের অবস্থা চেকঃ

এসএমএস এর মাধ্যমে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যমে যে কেউ তার ই-পাসপোর্ট চেক করতে পারে। নিচের স্টেপগুলো অনুসরণ করে আপনি সহজেই আপনার ই পাসপোর্টের বর্তমান অবস্থা জানতে পারবেন।

ধাপ ১ঃ প্রথমে আপনার মোবাইলের SMS অপশনে চলে যান।

ধাপ ২ঃ টাইপ করুন EPP তারপর একটি স্পেস Application ID লিখে সেন্ড করুন 16445 নাম্বারে। উদাহরণঃ EPP 123456789।

ই পাসপোর্ট এর ফি কত?

আপনি কত দিনের মধ্যে পাসপোর্ট পেতে চান তার উপর ভিত্তি করে ই পাসপোর্টের খরচ নেওয়া হবে। একটি MRP পাসপোর্ট করার ফি ৩ ধরনের হতে পারে। একটি হলো সাধারণ পাসপোর্ট, যার জন্য আপনাকে কমপক্ষে ২১ দিন অপেক্ষা করতে হবে এবং অন্যটি হল জরুরি পাসপোর্ট যা আপনি ১০ দিন পর পাবেন এবং ২ দিনের সুপার এক্সপ্রেস। নিচে সব ধরনের ই পাসপোর্ট ফি এর তালিকা দেওয়া হলো - 

৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ৫ বছরের মেয়াদীঃ

১। ২১ দিবসের মাঝে নিয়মিত ডেলিভারি ৪ হাজার ২৫ টাকা।
২। ১০ দিবসের মাঝে এক্সপ্রেস ডেলিভারি ৬ হাজার ৩২৫ টাকা।
৩। ২ দিবসের মাঝে সুপার এক্সপ্রেস ডেলিভারি ৮ হাজার ৬২৫ টাকা।

৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ১০ বছরের মেয়াদীঃ

১। ২১ দিবসের মাঝে নিয়মিত ডেলিভারি ৫ হাজার ৭৫০ টাকা।
২। ১০ দিবসের মাঝে এক্সপ্রেস ডেলিভারি ৮ হাজার ৫০ টাকা।
৩। ২ দিবসের মাঝে সুপার এক্সপ্রেস ডেলিভারি ১০ হাজার ৩৫০ টাকা।

৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ৫ বছরের মেয়াদীঃ

১। ২১ দিবসের মাঝে নিয়মিত ডেলিভারি ৬ হাজার ৩২৫ টাকা।
২। ১০ দিবসের মাঝে এক্সপ্রেস ডেলিভারি ৮ হাজার ৬২৫ টাকা।
৩। ২ দিবসের মাঝে সুপার এক্সপ্রেস ডেলিভারি ১২ হাজার ৭৫ টাকা।

৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ১০ বছরের মেয়াদীঃ

১। ২১ দিবসের মাঝে নিয়মিত ডেলিভারি ৮ হাজার ৫০ টাকা।
২। ১০ দিবসের মাঝে এক্সপ্রেস ডেলিভারি ১০ হাজার ৩৫০ টাকা।
৩। ২ দিবসের মাঝে সুপার এক্সপ্রেস ডেলিভারি ১৩ হাজার ৮ শত টাকা।


কিছু প্রশ্ন -

প্রশ্ন ১ঃ ই পাসপোর্ট মানে কি?

উত্তরঃ পাসপোর্ট এক ধরনের ডিজিটাল ভ্রমণ নথি, যার ডেটাবেজে পাসপোর্টধারীর ৩ ধরণের ছবি, দশ আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ থাকবে।

প্রশ্ন ২ঃ এম আর পি পাসপোর্ট কি?

উত্তরঃ এম আর পি পাসপোর্ট হলো মেশিন রিডেবল পাসপোর্ট। 

আশা করি, পাসপোর্ট চেক করার নিয়ম । passport check 2024 পোস্টটি পড়ে জানতে পেরেছেন কিভাবে পাসপোর্ট চেক করবেন। ই পাসপোর্ট চেক বা আপনার পাসপোর্টের স্ট্যাটাস জানতে যদি কোন অসুবিধায় পড়েন তাহলে কমেন্ট করতে পারেন। পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৪।
নবীনতর পূর্বতন