পাসপোর্ট চেক করার নিয়ম । passport check 2022 লেখাটি পড়ে জানতে পারবেন ই পাসপোর্ট চেক করার নিয়ম।
পাসপোর্ট চেক করার নিয়ম । passport check 2022 পোষ্টে আপনাদের স্বাগতম। আপনি নিশ্চই পাসপোর্ট হয়েছে কিনা তা চেক করতে চাচ্ছেন। তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসছেন। এই পোষ্টে আমরা পাসপোর্ট চেক করার সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
পাসপোর্ট চেক করার নিয়ম 2022 |
আমরা এখন ঘরে বসেই পাসপোর্ট এর বিস্তারিত তথ্য খুব সহজে অনলাইনে চেক করতে পারি। এখন পাসপোর্ট চেক করার জন্য পাসপোর্ট অফিসে যাওয়ার কোন প্রয়োজন পরে না। বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট (এম আর পি) এর পরিবর্তে ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে। যার ফলে খুব সহজেই ঘরে বসে পাসপোর্ট এর জন্য অনলাইনে ঘরে বসে আবেদন করা যাচ্ছে। এমনকি যারা ইন্টারনেটে কিছুটা পারদর্শি তারা মোবাইল দিয়েও পাসপোর্টের জন্য আবেদন করে নিতে পারছে।
পাসপোর্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত কিভাবে জানবেন আপনার পাসপোর্টটি কোন ধাপে আছে? পাসপোর্ট এপ্রুভ হয়েছে কিনা, পুলিশ ভেরিফিকেশন হয়েছে কিনা, আপনার পাসপোর্টটি কোথায় আছে এবং কবে হাতে পাবেন তা জনতে অনলাইনে একটি সিস্টেম রয়েছে। আজকের পোষ্টে পাসপোর্ট চেক করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
ই পাসপোর্ট চেক করার নিয়ম
আপনি যদি ২০২২ সালে পাসপোর্ট করে থাকেন তাহলে সেটা হবে ই পাসপোর্ট। আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা জনার জন্য বা পাসপোর্ট হয়েছে কিনা অর্থাৎ পাসপোর্ট চেকিং করতে একটি মোবাইল ফোন এবং তার সাথে ইন্টারনেট কানেকশানের প্রয়োজন হবে। প্রথমে আপনার মোবাইল ফোন বা ল্যাপটপ ইন্টারনেট কানেকশান দিয়ে দিবেন। তারপর নিচের ধাপগুলো অবলম্বন করে আপনার পাসপোর্ট যাচাই করুন।
ধাপ-১: আপনার কম্পিউটার বা মোবাইল ফোন থেকে একটি ব্রাউজারে চলে যাবেন। তারপর https://www.epassport.gov.bd/authorization/application-status এই লিংকটি ব্রাউজ করুন। নিচের চিত্রের মতো একটি পাতা প্রদর্শিত হবে।
ই পাসপোর্ট চেক করার নিয়ম |
ধাপ-২: আপনার Online Registration ID অথবা Application ID বসান। (ডেলিবারি স্লিপ এর বাম পাশে যে কোডটি থাকে সেটিই হচ্ছে Application ID)
ধাপ-৩: Select date of birth এর জায়গায় আপনার সঠিক জন্ম তারিখ বসাবেন।
ধাপ-৪: ক্যাপচা যাচাই করে Check বাটনে ক্লিক করলেই পদর্শিত হবে আপনার পাসপোর্ট স্ট্যাটাস।
আশা করি, পাসপোর্ট চেক করার নিয়ম । passport check 2022 পোস্টটি পড়ে জানতে পেরেছেন কিভাবে পাসপোর্ট চেক করবেন। ই পাসপোর্ট চেক বা আপনার পাসপোর্টের স্ট্যাটাস জানতে যদি কোন অসুবিধায় পড়েন তাহলে কমেন্ট করতে পারেন। পাসপোর্ট চেক করার নিয়ম ২০২২ ।